সিলেট-৩ আসন: আ.লীগের নির্বাচনী ফরম কিনলেন সামাদপত্নী-মিসবাহসহ সাত প্রার্থী

সিলেট-৩ আসন: আ.লীগের নির্বাচনী ফরম কিনলেন সামাদপত্নী-মিসবাহসহ সাত প্রার্থী

সিলেট-৩ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করতে প্রথম দিনে ৭ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন- প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ।

এরমধ্যে ফারজানা সামাদের পক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, পিতার পক্ষে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ছেলে সাবিয়ান আহমেদ মিসবাহ ও হাবিবুর রহমান হাবিব নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র ক্রয় করেন। এছাড়া মনোনয়নপত্র ক্রয়কারী বাকি চারজনের নাম জানা যায় নি।

এদিকে তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মোট ২১ জন মনোনয়নপত্র নিয়েছেন। শুক্রবার (৪ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রত্যাশীরা।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, আজ ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৬ জন, সিলেট-৩ আসনে ৭ জন ও কুমিল্লা-৫ আসন থেকে ৮ জন ফরম নিয়েছেন।

ঢাকা-১৪ আসনের উল্লেখযোগ্যদের মধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, ফরিদুল হক হ্যাপি, এবিএম মাজহারুল আমান প্রমুখ।

কুমিল্লা-৫ আসনে উল্লেখযোগ্যদের মধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন সাজ্জাদ হোসেন, এসএম জাহাঙ্গীর, সেলিম রেজা সৌরভ।

প্রসঙ্গত, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট- ৩ আসনের সংসদ সদস্য ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোট হবে ১৪ জুলাই।