সিলেটজুড়ে কবরস্থানে স্বজনদের কান্না!

সিলেটজুড়ে কবরস্থানে স্বজনদের কান্না!

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সিলেটে পালন হচ্ছে পবিত্র শবে বরাত। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর মসজিদে মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

অপরদিকে একইদিনে জুমা ও শবে বরাত হওয়ায় সিলেট নগরের মানিকপীর টিলার কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়। রাতেও স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে আসেন।

অন্যান্য বছর শবে বরাত উপলক্ষে বিকেল থেকে কবরস্থানে ভিড় বাড়লেও আজ জুমার দিন হওয়ায় দুপুর থেকেই কবর জিয়ারত করতে আসে মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়ে।

এসময় নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কোরআন তেলাওয়াত করেন, আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

এদিকে রাত ১১টায় হযরত শাহজালাল (র.) মাজারে ভিক্ষুকের ভিড় দেখা যায়। তাদের কেউ অন্ধ, কেউ বিকলাঙ্গ আবার কেউবা প্রতিবন্ধী। যারা কবর জিয়ারত করতে এসেছেন তাদের কাছে সাহায্য চাইছেন। অধিকাংশ মানুষ এ রাতে দুহাত খুলে দান করছেন।