সিলেটবাসীর সাইফুর রহমান হারানোর একযুগ

সিলেটবাসীর সাইফুর রহমান হারানোর একযুগ

বিএনপি সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, সিলেটে কৃতিসন্তান এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। 

তিনি যেমন দেশের সফল একজন রাজনৈতিক ছিলেন ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক মহলে সফল অর্থনীতিবিদও ছিলেন।

এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে তার।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

সাইফুল রহমানের মৃত্যু বার্ষিকী ঘিরে তাঁর দলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালিত হবে।