সিলেটে আইনজীবী হত্যা, সেই 'নতুন বরের' সন্ধানে পুলিশ

সিলেটে আইনজীবী হত্যা, সেই 'নতুন বরের' সন্ধানে পুলিশ

সিলেটে আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় স্ত্রী শিপা বেগমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান রোববার এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী। তিনি জানান, হত্যারহস্য উদ্ঘাটনে এদিন আদালতে আইনজীবীর লাশ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। 

পুলিশ জানায়, আনোয়ার হোসেনকে হত্যার মাত্র ১০ দিন পর শাহজাহান চৌধুরী মাহি নামে এক ব্যক্তিকে বিয়ে করে তার কাছে চলে যান শিপা। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, গত ১ মে শিপার মাধ্যমে আনোয়ারের মৃত্যু সংবাদ পান স্বজনরা। শিপা তাদের জানিয়েছিলেন, ৩০ এপ্রিল সেহরি খাওয়ার পর ঘুমিয়ে পড়েন আনোয়ার। পরদিন দুপুরে বিছানায় মৃত অবস্থায় স্বামীকে দেখতে পান তিনি। সে সময় স্বজনরা স্বাভাবিক মৃত্যু ভেবে ওই রাতেই তার দাফন করেন। কিন্তু কয়েক দিন পরই শিপা দ্বিতীয় বিয়ে করলে তাদের সন্দেহ হয়। এর জের ধরে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে।