সিলেটে এত গরমের কারণ কি?

সিলেটে এত গরমের কারণ কি?

সিলেটে ৬৫ বছর আগের তাপমাত্রার রেকর্ড ভেঙে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। এতে করে তীব্র গরমে মানুষ যেন দিশেহারা হয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদগণ বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবেই বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে তাপমাত্রা। যা ভবিষ্যতে আরও বিপজ্জনক হয়ে ওঠতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট অঞ্চলে যে গরম পড়ছে, তা গেল কয়েক যুগ ধরেও দেখা যায়নি। গত বৃহস্পতিবার সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৫৬ সালের পর, অর্থাৎ বিগত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

গত সোমবারও (১১ অক্টোবর) সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

গেল ৮ থেকে ১২ অক্টোবরের তাপমাত্রা বিশ্লেষণ করে দেখা যায়, এই সময়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা ছিল সিলেটে। স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এই সময়ে।

গত ১১ অক্টোবর সিলেটে স্বাভাবিক তাপমাত্রা হওয়ার কথা ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।