সিলেটে জাতিসংঘ শান্তিদূতের মানবিক উপহার

সিলেটে জাতিসংঘ শান্তিদূতের মানবিক উপহার

করোনাভাইরাস কোভিট-১৯ মহামারিকালে জাতিসংঘ শান্তিদূত, মানবতাবাদী বৌদ্ধ সংঘমনীষা ড. শরণপাল মহাথের মানবিক সহয়তা বিতরণ করেছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিলেট বৌদ্ধ বিহার এলাকা খাদিম কল্লগ্রাম সহ আরো কয়েকটি এলাকায় গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

প্রথম পর্বে সিলেট বৌদ্ধ বিহার প্রাঙ্গনে মানবিক উপহার বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। 

দ্বিতীয় পর্বে কল্লগ্রাম, খাদিমনগর, সিলেট এলাকায় মানবিক উপহার বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগিব-রাবিয়ামেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু।

উদ্বোধক ছিলেন পুলিন দীপ্তি স্মৃতিবৃত্তি কল্যাণ ট্রাস্ট রাঙ্গুনিয়া পোমরা চট্টগ্রামের সাধারণ সম্পাদক যীশু বড়ুয়া।

বিশেষ অতিথি যথাক্রমে সিএনপি নিউজের প্রধান নির্বাহ লেখক-সাংবদিক বিপ্লব বড়ুয়া, রিগ্যাল রাইট ফাইটিং অর্গানাইজেশন এর সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমা, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মো. আবু তাহের, খাদিমপাড়ার সমাজসেবক, রাজনীতিবিদ মো. ফখরুল ইসলাম দুলু, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, সিলেট বৌদ্ধ সমিতির সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, শিক্ষা সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সুভলব বড়ুয়া,  জয়ধন বড়ুয়া,  ত্রিদ্বীব বড়ুয়া টিংকু, লিটন বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ।