সিলেটে দু'দফা আতঙ্কের ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমা

সিলেটে দু'দফা আতঙ্কের ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমা

সিলেটে দুই দফার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যার ভূমিকম্পের  মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮। আর উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা আশপাশের এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

তিনি বলেন, সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

এদিকে সন্ধ্যা ৬টা ২৮ ও ৬টা ২৯ মিনিটে এ ভূমিকম্পে নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। বাসা ও অফিসে থাকা মানুষজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। 

এরআগে (২৯ মে) দফায় দফায় ভূমিকম্প হয় সিলেটে। ওই সময় সিলেটের জৈন্তা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।