সিলেটে লকডাউন: পঞ্চম দিনে মূল সড়কে মানুষ কম, অলিগলিতে আনাগোনা

সিলেটে লকডাউন: পঞ্চম দিনে মূল সড়কে মানুষ কম, অলিগলিতে আনাগোনা
ছবি- জাগো সিলেট

চলমান কঠোর লকডাউনে সিলেটের মূল সড়কে তুলনামূলক কম মানুষ দেখা গেলেও অলিগলিতে আনাগোনা বেশ বেড়েছে। দিন যত যাচ্ছে এ জায়গাগুলোতে মানুষের আড্ডা তত বাড়ছে। লকডাউনের শুরুতে নগরের বিভিন্ন এলাকায় বেশ কড়াকড়ি দেখা গেলেও ক্রমেই শিথিলতা তৈরি হচ্ছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কঠোর লকডাউনের পঞ্চম দিনে এমন চিত্র দেখা গেছে বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট এলাকায়।

এসব এলাকায় মেইন রোডে স্বাস্থ্যবিধি মানাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও অলিগলিতে সেলুন, চায়ের দোকানসহ বিভিন্ন সামগ্রীর দোকান খুলতে শুরু হয়েছে। সেখানে মানুষের আনাগোনাও বেশ।

এদিকে নগরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অহেতুক যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ বের হলে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় গ্রেফতার ও জরিমানাও করা হচ্ছে।