সিলেটের যুবক হত্যায় রিমান্ডে স্ত্রী

সিলেটের যুবক হত্যায় রিমান্ডে স্ত্রী

রাজধানীর বনানীতে স্বামী ময়না মিয়াকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করার পর ৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনার মামলায় তার প্রথম স্ত্রী ফাতেমা খাতুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ৩০ মে রাত ৯টার দিকে রাজধানীর মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি হাত-পা-মস্তকবিহীন অবস্থায় ছিল।

নিহত ওই ব্যক্তির নাম ময়না। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। দ্বিতীয় বিয়ে করায় স্বামী ময়না মিয়াকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করেন প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। পরে লাশ ৬ টুকরো করে বস্তায় ভরে মহাখালী এলাকার সড়কে ফেলে দেওয়া হয়।