৯৩-এ থামলো নিউজিল্যান্ড

৯৩-এ থামলো নিউজিল্যান্ড

চতুর্থ টি-টোয়েন্টিতে ১০০-ও পার করতে পারনি নিউজিল্যান্ড। সিলেটী নাসুম আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২০ ওভারে বলের সমান রানও করতে পারেনি তারা; ইনিংস থেমেছে ৯৩ রানে।

বুধবার টস জিতে শুরুটা ভালোই হয়েছিল টম লাথামের, আনুমানিকভাবে আগে ব্যাট করারই সিদ্ধান্ত নেন কিউই ক্যাপ্টেন। ভালো শুরুর স্বপ্নে অবশ্য গুঁড়েবালি ব্ল্যাকক্যাপসদের, প্রথম ওভারেই রাচিন রবিন্দ্রকে ফেরান নাসুম আহমেদ। নিজের তৃতীয় ওভারে নাসুম ফেরান ফিন অ্যালেনকেও। রিভার্স সুইপে ছক্কা মারা অ্যালেন ক্যাচ আউট হয়েছেন রিভার্স সুইপ খেলতে গিয়েই।

দ্রুত দুই উইকেট হারিয়ে টম লাথাম এবং উইল ইয়াং মিলে প্রচেষ্টা চালান জুটি গড়তে। সেই জুটি বেশি বড় হওয়ার আগেই লাথামকে ফিরিয়ে উইকেট কলামে নাম লেখান শেখ মাহেদি হাসান। পরের ওভারেই আবার আঘাত হানেন নাসুম, পরপর দুই বলে ফেরান হেনরি নিকোলস এবং কলিন ড্য গ্র্যান্ডহোমকে।
 
একের পর এক উইকেট গেলেও এক দিকে অবিচল ছিলেন উইল ইয়াং, শেষ ওভারে আউট হওয়ার আগে ইয়াং করেছেন ৪৬ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০ রানে ৪ উইকেট নিয়েছেন নাসুম, মুস্তাফিজও চার উইকেট নিয়েছেন ১২ রান খরচায়।