‘নৌকার পালে হাওয়া লেগেছে, বিজয় আমাদেরই হবে’

‘নৌকার পালে হাওয়া লেগেছে, বিজয় আমাদেরই হবে’

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদটি এবার আমাদের পুনরুদ্ধার করতেই হবে। সেজন্য প্রধানমন্ত্রী যোগ্য প্রার্থীই দিয়েছেন আমাদের। এখন বিজয় উপহার দেয়াটা আমাদের পালা।তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৬ মে) রাত দশটায় নগরীর ১৯ নং ওয়ার্ডের শ্রমজীবী ও কর্মজীবী নাগরিকদের সাথে মতবিনিময় তিনি এসব কথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তনের জন্য শ্রমজীবী মানুষদের গুরুত্ব অপরিসীম। শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকার, ভালোবাসা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের প্রতি সকলকে মানবিক হতে হবে।আগামী ২১ জুনের নির্বাচনে যদি বিজয়ী হতে পারি তাহলে সিটি কর্পোরেশন হবে শ্রমজিবী ও কর্মজীবী মানুষের ঠিকানা।

তিনি আরও বলেন, এক ঘন্টা বৃষ্টির পানিতে নগরীর প্রধান প্রধান সড়ক, বাসা-বাড়ি, অফিস, ব্যবসা- প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকা হাঁটু পানির ওপরে তলিয়ে যায় অপরিকল্পিত উন্নয়নের কারনে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।তিনি বলেন, নির্বাচিত হলে সিলেট নগরীকে একটি আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম পুতুলের সভাপতিত্বে ও আব্দুর রব সায়েমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, এসএম শওকত আমিন তৌহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকন রুমায়েল আহমদ রুমিন, অধ্যাপক মাসুদ করিম, রফিকুল ইসলাম রতন, অনন্ত লাল দাস, সঞ্জয় সরকার রাখাল, কৃপেশ দাস, রেবুল তালুকদার, শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।