দুই নেতার সৌহার্দ্য-সম্প্রীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাতে করমর্দন করে হাত ধরা অবস্থাতেই কিছুক্ষণ আলাপ করেন। দুই নেতার শক্ত করে ধরে থাকা হাতে কিসের অঙ্গীকার। এসময় পাশে দাড়ানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা। শনিবার ও রোববার (৯ ও ১০ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হয়েছে। জোটের সদস্যদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছে।