মনোনয়নপত্র বাছাইয়ে আরও যত্নবান হতে সিইসির নির্দেশ

মনোনয়নপত্র বাছাইয়ে আরও যত্নবান হতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার পাঁচ সিটি নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওই নির্দেশ দেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তারা যত্নসহকারে সঠিক ও শুদ্ধভাবে মনোনয়নপত্র বাতিল করলে ইসির জন্য সহযোগিতা করা হয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা হয়। রিটার্নিং কর্মকর্তারা সুচারুরূপে কাজটি করলে আপিলে ইসির পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।
রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই এসব কাজে আরও বেশি সঠিক ও শুদ্ধ হওয়া সবার জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন বাতিল কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে।