লকডাউনের প্রথম দিনে সিলেট
‘কঠোর লকডাউনের’ প্রথম দিন সিলেট নগরী ছিল কার্যত ফাঁকা। মানুষ খুব বেশি একটা ঘর থেকে বের হয়নি। কোরবানির ঈদের ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিন থাকায় সিলেট শহরের ভেতরে যানবাহন চলাচল ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি এমনিতেই ছিল কম। কিছু ব্যক্তিগত গাড়ি আর রিকশা ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।