শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির নতুন কমিটি
সিলেট বিভাগের অন্যতম ট্যুরিস্ট সংগঠন শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় দুই বৎসর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
সভায় শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান সভাপতি মো. আব্দুল ওদুদকে পুনরায় সভাপতি এবং সাবেক কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রিতা আক্তার, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ কাওছার, সহ-কোষাধ্যক্ষ নাজির উদ্দিন সিদ্দিকি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রাফি, সহ-প্রচার সম্পাদক জয়নাল হোসেন মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাকী আক্তার, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, কার্যকরী সদস্য মোছা. রহিমা খাতুন, আবু সিনা ফজলে এলাহি, আজিজুল কুদ্দুস সিকদার, নুরজাহান বেগম। বিজ্ঞপ্তি