বালাগঞ্জে দারুল ক্বিরাতের রফিনা একাডেমি শাখায় বিদায়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, আলোচনা সভা
বালাগঞ্জে হাজী ছাইম উল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের আয়োজনে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত রফিনা একাডেমি (ইসলামিক স্কুল) হামিদনগর, বালাগঞ্জ শাখা’র বিদায়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও ইফতার সম্পন্ন হয়েছে। ৭ এপ্রিল (রবিবার) বিকেলে হামিদনগরে কেন্দ্রস্থলে আয়োজিত অনুষ্ঠানসমূহে শাখার নাজিম আহমদ আলী’র সভাপতিত্বে ও প্রধান ক্বারী হাফিজ ক্বারী ইসমাইল হোসাইন-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতিফিলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব তিলকচাঁনপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় মুরব্বী ইসমাইল খাঁন, মতিউর রহমান, আব্দুল লতিফ, আব্দুল মালেক, রনি আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন, তিলকচাঁনপুর বড় বাড়ি জামে মসজিদের ইমাম হাফিজ আরিফুল ইসলাম।