সুনামগঞ্জ-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন সম্ভাব্য ৩ জন প্রার্থী।
জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
এদিকে নির্বাচন উপলক্ষে এই আসনের মনোনয়ন কিনতে যাওয়া আওয়ামী লীগের মনোনয়ন গ্রত্যাশীরা ইতিমধ্যে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়ে নিজ আসনে ফিরে এসেছেন।
উল্লেখ্য, গত শনিবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। গত দুই দিনে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তাঁরা।