প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, আদালতে ছেলের স্বীকারোক্তি

প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, আদালতে ছেলের স্বীকারোক্তি

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে গোলাপজান বিবি হত্যার রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য গোলাপজান বিবির ছেলে মোহাম্মদ আলী নিজের মাকে ফিকল মেরে হত্যা করেন বলে আদালতে স্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ১৬৪ ধারায় মোহাম্মদ আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। রাতে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, ‘দুইপক্ষে সংঘর্ষ হলে এ সময় মোহাম্মদ আলী তার মা গোলাপজান বিবিকে নিজের হাতে ফিকল দিয়ে খুন করেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলী ও আব্দুল কাদিরের মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার জন্য গত বুধবার (২৬ মে) একটি সালিশ বসে। কিন্তু সালিশের মধ্যেই দুই পরিবার উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন ফিকলের আঘাতে মোহাম্মদ আলীর মা গোলাপজান বিবি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার দিনই মোহাম্মদ আলীকে পুলিশ আটক করে।