রাজধানীতে যাত্রীবাহী তিন বাসে আগুন

রাজধানীতে যাত্রীবাহী তিন বাসে আগুন

রাজধানীর মাতুয়াইলে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন কারা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দুপুর ১২টার মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইলের দুপুর ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা তিনটি বাসে আগুন দেয়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত শুক্রবার নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানায় দলটি।