সিলেটে ছাত্রদলকে সভা করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহীনি

সিলেটে ছাত্রদলকে সভা করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহীনি

সিলেট নগরীতে ছাত্রদলকে কর্মীসভা করতে দেয় নি পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে নগরের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মূল ফটকে কর্মী সভার ব্যানার সাঁটানো ছিল। উপস্থিত থাকার কথা ছিল সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির।

সকাল ১১টার দিকে কর্মীরা জড়ো হতে থাকলে সিলেট মহানগর পুলিশের একটি দল সেখানে গিয়ে ওই স্থান থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেয়।

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, মুসলিম সাহিত্য সংসদে পুলিশ আমাদের সভা করতে দেয়নি। এটা গণতান্ত্রিক দেশের কোন কার্যকলাপ হতে পারেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এরকম করলে দাতভাঙ্গা জবাব দেবে ছাত্রদল।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ছাত্রদলের কর্মী সভা ছিল। কিন্তু তারা সভা করার অনুমতি পায় নি। সভা করতে আসা নেতাকর্মীদের আমরা সরিয়ে দিয়েছি।