সিলেটে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল

মানবিক সমাজ নির্মাণে তরুণদের কাজ করতে হবে: আরমান শিপলু

মানবিক সমাজ নির্মাণে তরুণদের কাজ করতে হবে: আরমান শিপলু

সিলেটে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরের জিন্দাবাজারের একটি অভিজাত রেস্তোরাঁর হল রুমে এ আয়োজন করে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট, ক্লিন সিটি, ব্লাড ডোনেশন লিংক সিলেট।

ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু।

এসময় তিনি বলেন, দেশের বড় একটি অংশ তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্ম আমাদের মূল চালিকা শক্তি। তারাই আগামীতে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।

সুরমা ভয়েস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে  ও উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে সিলেট শহরের ১৫টির অধিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ক্লিন সিটির সদস্য জিলাল চৌধুরী পবিত্র কুরআন তিলাওয়াত করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুদিনের সম্পাদক বাদশা গাজী, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইমরান ইমন, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ, উদ্দীপ্ত সিলেটের সভাপতি আবিদ কাওসার, ব্লাড ডোনেশন লিংক সিলেটের সভাপতি টুটুল গাজী, ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেটের সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন, ফ্রেন্ডস ক্লাব সিলেট জেলার সভাপতি জয়ন্ত কুমার দাশ, চিরন্তনের সভাপতি ইকবাল হোসেন আফাজ, স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রাকিব আহমদ, সিলেট মোটরসাইকেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন, চাঁদেরহাটের সভাপতি আব্দুল খালেক, আবহ সংগঠনের সভাপতি সঞ্চয় দাশ জয়, লিভ ফর হিউম্যানিটির (হাজরাই) সভাপতি রাহাত আহমেদ তামিম, ওয়েভস সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলীম জুয়েল, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, আত্মশুদ্ধির সভাপতি মো. ইয়াসিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লিন সিটির হাফিজুর রহমান পাভেল, আবু তাহের, আব্দুল লতিফ, সুয়েব নেওয়াজ, মিনহাজ, তারেক, উদ্দীপ্ত সিলেটের রায়হান, সাব্বির, জালাল প্রমূখ।