সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়: সিলেটে সাখাওয়াত জীবন

সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়: সিলেটে সাখাওয়াত জীবন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন বলেছেন, দিনের পর দিন বাড়তে থাকবে দ্ দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ নীরবে কাঁদছে। এখন অসহায় মানুষগুলো চারপাশ অন্ধকার দেখছে। 

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে গতকাল বুধবার  বিকেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিলেটের রেজিস্ট্রারী মাঠে এ সমাবেশ করা হয়। 

জীবন বলেন, আওয়ামী লীগের নেতারা এদেশের টাকা সব বিদেশে পাচার করছে। এজন্য দিন দিন দ্রব্যমূল্য বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়।

জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন বলেছেন, দিনের পর দিন বাড়তে থাকবে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ নীরবে কাঁদছে। এখন অসহায় মানুষগুলো চারপাশ অন্ধকার দেখছে। 

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে গতকাল বুধবার  বিকেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিলেটের রেজিস্ট্রারী মাঠে এ সমাবেশ করা হয়। 

জীবন বলেন, আওয়ামী লীগের নেতারা এদেশের টাকা সব বিদেশে পাচার করছে। এজন্য দিন দিন দ্রব্যমূল্য বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়।

জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী প্রমুখ।